এবার থেকে টানা ২৭০ দিন ধরে উপভোগ করতে পারবেন থাইল্যান্ডের সৌন্দর্য  – KolkataTimes
May 10, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular সফর

এবার থেকে টানা ২৭০ দিন ধরে উপভোগ করতে পারবেন থাইল্যান্ডের সৌন্দর্য 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

বিশ্ব অর্থনীতির একটা সিংহভাগ অংশ দখল করে রাখে পর্যটন। কিছু দেশের অর্থনীতির মেরুদন্ড হিসেবে দাঁড়িয়ে আছে পর্যটন ব্যবসা। তেমনই এক দেশ থাইল্যান্ড।করোনার কারণে মুখথুবড়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে আগামী মাস থেকেই বিদেশিদের জন্য নিজেদের সীমান্ত খুলে দিচ্ছে থাইল্যান্ড। শুধু তাই নয় পর্যটকরা চাইলে টানা ২৭০ দিন সেদেশে থাকার অনুমতি পাবেন। তবে থাইল্যান্ডে পৌঁছার পর অবশ্যই ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে পর্যটকদের।

থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ও-চা জানান, যারা অনেকটা সময় নিয়ে থাইল্যান্ডকে উপভোগ করতে চান, অথবা এখানকার চিকিৎসা পরিষেবা পেতে চান তাদের কথা ভেবেই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।আগামী অক্টবর মাস থেকে এই ভিসার সুবিধা নিতে পারবেন পর্যটকরা। যা বলবৎ থাকবে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত।

Related Posts

Leave a Reply