January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ক্ষমতার শীর্ষে থেকে মা হলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

মা হলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান। প্রথমবারের মতো তিনি মাতৃত্বের স্বাদ পেলেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেই জানালেন সন্তান জন্মের খবর। অকল্যান্ড সিটি হাসপাতালে আজ বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৪.৪৫ মিনিটে কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

স্বামী ক্লার্ক গেফোর্ডের সঙ্গে সন্তান কোলে ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘খুব স্বাস্থ্যবতী একটি কন্যাকে পেয়ে আমরা ভাগ্যবান। ওজন হয়েছে ৩.৩১ কেজি। আপনাদের শুভকামনার জন্য ধন্যবাদ। আমরা ভালো আছি।’ ক্ষমতায় থাকাকালে সন্তানের জন্ম দেওয়া দ্বিতীয় প্রধানমন্ত্রী তিনি। এর আগে ১৯৯০ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়েই সন্তানের জন্ম দেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের দু মাস পর গত জানুয়ারি মাসেই সন্তান আগমনের বিষয়টি জানান আর্ডান। সেই সময় তিনি বলেন, আমরা সত্যিই আনন্দিত যে আগামী জুনে আমাদের টিম দুই থেকে বেড়ে তিন হচ্ছে। আমরা সেই সব বাবা-মায়ের দলে যোগ দিচ্ছি যারা একই সঙ্গে দুই ধরনের দায়িত্বই পালন করেন। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে মায়ের দায়িত্বও যথাযথ ভাবে পালন করবো।

 

Related Posts

Leave a Reply