September 24, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular বিনোদন

আজ থেকেই সুইৎজারল্যান্ডে রণবীর সিং -এর নামে চালু হলো আস্ত একটা ট্রেন !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

‘পদ্মাবতে’ খিলজির ভূমিকায় অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছেন রণবীর সিং। তাঁর মুকুটে এবার যুক্ত হলো নতুন পালক। ভারতীয় এই তারকার নামে আস্ত একটা ট্রেনের নামকরণ করল সুইৎজারল্যান্ড সরকার। এই প্রথম কোনও ভারতীয় অভিনেতার নামে সুইৎজারল্যান্ডের ট্রেনের নামকরণ করা হলো। নাম দেওয়া হয়েছে ‘রণবীর অন টুর’। ট্রেনে চড়তে পারবেন পর্যটকরা। আল্পসের বিখ্যাত গোল্ডেন লাইনে চলবে এই ট্রেন। আজ ৩০ এপ্রিল থেকেই যাত্রা শুরু করলো ‘রণবীর অন ট্যুর’।

সুইৎজারল্যান্ডের নৈস্বর্গিক দৃশ্য সেলুলয়েডে দেখিয়েছিলেন যশ চোপড়া । সে দেশে রয়েছে যশ চোপড়ার একটি মূর্তিও। সেই যশের প্রযোজনায় ‘ব্যান্ড বাজা বারাত’ ছবিতে অভিষেক হয়েছিল রণবীর সিংয়ের। ‘আলাউদ্দিন খিলজি’র অন্যতম পছন্দের জায়গা সুইজারল্যান্ড। রণবীরের ক্যারিয়ারগ্রাফও তুঙ্গে। সদ্য জোয়া আখতারের ‘গলি বয়ে’র শ্যুটিং শেষ করেছেন। এই ছবিতে রণবীরের বিপরীতে রয়েছেন আলিয়া ভাট। এরপর রোহিত শেট্টির ‘সিম্বা’ ছবির কাজ শুরু করবেন ‘বাজিরাও’। এই ছবিতে সাইফকন্যা সারা আলি খানের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে রণবীর সিংকে।

 

Related Posts

Leave a Reply