January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ওপার বাংলা ব্যবসা ও প্রযুক্তি

আগামীকাল থেকে ধাপে ধাপে বন্ধ করে দেওয়া হবে সমস্ত নকল মোবাইল

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

গামীকাল থেকে নজরদারি শুরু হচ্ছে বাংলাদেশের মোবাইল সাম্রাজ্যে। যার ফলে পরিষেবা চিরতরে বন্ধ হয়ে যেতে পারে বহু মোবাইল ফোনের। প্রসঙ্গত, ১ আগস্ট থেকে সেদেশে শুরু হতে চলেছে মোবাইল ফোনের আইএমইআই নম্বর যাচাই প্রক্রিয়া। যার ফলে বাজারে ছেয়ে থাকা চায়না মোবাইল বা নকল মোবাইলগুলো আর কাজ করবে না।

স্বয়ংক্রিয়ভাবেই বন্ধ করে দেওয়া হবে সেই সমস্ত ফোনের নেটওয়ার্ক। যেকারণে মোবাইল কেনার আগে ক্রেতাদের সতর্ক থাকতে বলা হয়েছে। হ্যান্ডসেট কেনার আগে মেসেজ অপশনে গিয়ে KYD লিখে  ১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখে ১৬০০২ নম্বরে পাঠালে জেনে নিতে পারবেন সেই আসল না নকল। এছাড়া *০৬# ডায়াল করলেও আইএমইআই নম্বর জানা যায়। সেই নম্বরটি মোবাইলের ব্যাটারির নিচে থাকা নম্বরের সঙ্গে মিলিয়ে নিলেই কেল্লা ফতে।

Related Posts

Leave a Reply