মাংসের বদলে ফল, জরিমানা দুই কোটি!
কলকাতা টাইমস :
শপিং সেন্টারে কেনাকাটার পর নিজেই জিনিসপত্রের ধরন নির্ধারণ করে দেওয়া যায়। জার্মানিতে এ ধরনের একটি শপিং সেন্টারে এমন ঘটনা ঘটে। সে ব্যক্তি জিনিসের ধরন নির্ধারণের সময় মাংস ও ফল উল্টোপাল্টা করে ফেলেন।
শপিং সেন্টারে কেনার পর চেকআউটে তিনি মাংসের বদলে ফল দেখতে পান । এরপর শপিং সেন্টারের কর্তৃপক্ষ সেই বিষয়টি ধরে ফেলেন এবং তাকে পুলিশে সোপর্দ করেন।
আদালতে ৫৮ বছর বয়সী সেই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয় এবং দুই লাখ আট হাজার ইউরো জরিমানা করা হয়। টাকার হিসেবে এটি দুই কোটি টাকারও বেশি।
আদালতে শপিং সেন্টার কর্তৃপক্ষ জানায় সে ব্যক্তি এক মাসে চারবার এ পদ্ধতি অবলম্বন করেছেন এবং এটি চুরির সমতুল্য। এরপর আদালত তাকে বিপুল পরিমাণ অর্থ জরিমানা করা হয়।
সে ব্যক্তি জানান তার মাসিক আয় ২৪ হাজার ইউরো। ফলে ‘সামান্য’ ভুলের জন্য এত বিপুল অর্থ জরিমানা পরিশোধে তাকে বেশ কষ্ট করতে হবে।