ট্রাম্পের বিরুদ্ধে এবার শুল্ক যুদ্ধে নামতে চলেছে জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলি !
নিউজ ডেস্কঃ
চূড়ান্ত মতপার্থক্যের মধ্য দিয়ে শেষ হলো শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ এর শীর্ষ সম্মেলন। দুই দিনের সম্মেলন শেষে কানাডার প্রধানমন্ত্রী সর্বসম্মত যৌথ বিবৃতি প্রকাশের কথা বললেও এক টুইট বার্তায় ট্রাম্প জানান, তিনি ওই ঘোষণা থেকে নিজের নাম প্রত্যাহার করছেন। অন্যদিকে, ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্য আমদানিতে আমেরিকা শুল্ক আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করে কানাডা, মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়ন।
তবে বৈঠকে মিত্রদেশগুলোর সঙ্গে মতবিরোধের কথা অস্বীকার করেন ডোনাল্ড ট্রাম্প। শিল্পোন্নত দেশগুলোর মধ্যে বাণিজ্যে সমতা আনতে বৈষম্যমূলক কর তুলে দেয়ার প্রস্তাব দেন তিনি। ডোনাল্ড ট্রাম্প বলেন, কোনো কর নয়, কোনো বাধাও নয়। আর কোনো ভর্তুকিও নয়। আমেরিকার কাছ থেকে দশকের পর দশক ধরে সুবিধা নেওয়া হয়েছে। কানাডার প্রাধানমন্ত্রীকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, সম্মেলনের বিষয়ে তিনি যে বিবৃতি দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যে। তবে কানাডার প্রধানমন্ত্রী ট্রাম্পের এমন বক্তব্য নাকচ করে দিয়েছেন।