পার্কে ফেলে যাওয়া আবর্জনা পার্সেল করে পাঠিয়ে দেওয়া হবে আপনারই বাড়িতে !
কলকাতা টাইমসঃ
পার্কে বেড়াতে এসে এটা ওটা খাচ্ছেন, আর তার প্যাকেট যেখানে সেখানে ফেলে নোংরা করছেন। তবে এবার সাবধান! আপনার ফেলে যাওয়া আবর্জনা এবার সোজা পৌঁছে যাবে আপনার বাড়িতে! একই সঙ্গে অপরাধী হিসেবে আপনার নাম নথিভুক্ত হবে পুলিশের খাতায়। পরিবেশ নষ্ট করার জন্য এমনই অভিনব শাস্তির ব্যবস্থা করলো থাইল্যান্ড সরকার।
ব্যাংককের অত্যন্ত জনপ্রিয় ‘খাও ইয়াই’ ন্যাশনাল পার্কের ভ্রমণার্থীদের জন্য এমনই ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে থাই পরিবেশ মন্ত্রক। জানা যাচ্ছে, ওই পার্কে বেড়াতে এলে প্রত্যেকের পরিচয় নথিবদ্ধ করা হবে। এর পর তার ফেলে যাওয়া আবর্জনা সরকারি ব্যবস্থাপনায় ডাকযোগে পৌঁছে দেওয়া হবে তার বাড়িতে। সম্প্রতি শাস্তির কথা জানিয়ে এমনই কিছু পার্সেলের ছবি ফেসবুকে পোস্ট করেছেন থাইল্যান্ডের পরিবেশ মন্ত্রী ভারায়ুত শিল্পা-আরচা।