ডিজিটাল স্পোর্টসের জগতে পা রাখতে চলেছেন গ্যারেথ বেল
কলকাতা টাইমসঃ
ডিজিটাল স্পোর্টসের জগতে পা রাখতে চলেছেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার গ্যারেথ বেল। ‘ইলেভেন ই স্পোর্টস’ নামের এই সংস্থা অনলাইন ভিত্তিক খেলার ওপর কাজ করবে। তার সঙ্গে যোগ দিচ্ছে দক্ষিণ আফ্রিকান ফুটবলার ল্যারি কোহেন এর ’৩৮ ইন্টারটেনমেন্ট গ্রুপ’।
বর্তমানে ভার্চুয়াল খেলোয়াড়রা বিভিন্ন অনলাইন টুর্নামেন্ট থেকে মোটা অঙ্কের প্রাইজমানি পাচ্ছেন। গত বছর ফোর্টনাইট টুর্নামেন্ট খেলে আমেরিকান টিনেজার কাইল গিয়েরডোর্ফ ৩ মিলিয়ন ইউএস ডলার আয় করেন। যা ইউএস মাস্টার্স গলফ বা উইম্বলডন চ্যাম্পিয়নশিপের থেকেও বেশি। এই লক্ষ্যে এবার অনলাইন ভিত্তিক খেলার দল গঠনে আগ্রহী হয়ে উঠেছে বেল এবং তার সহযোগিরা।