কাশ্মীর নিয়ে আবারও সাপে-নেউলে গৌতম গম্ভীর এবং শাহিদ আফ্রিদি
কলকাতা টাইমসঃ
কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্য করে এবার গৌতম গম্ভীরের প্রবল রোষের মুখে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। গম্ভীরের সঙ্গে এর আগেও নানান বিতর্কে জড়িয়েছেন পাকিস্তানী এই ক্রিকেটার। সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পর আফ্রিদি একটি টুইট বার্তায় লেখেন, রাষ্ট্রপুঞ্জের সনদ অনুযায়ী কাশ্মীরিদের তাদের প্রাপ্য অধিকারটুকু পাওয়া উচিত, আমাদের সবার মতো স্বাধীনতা তাদেরও প্রাপ্য। এখনও রাষ্ট্রপুঞ্জ চুপ কেন? বিনা প্ররোচনায় এই আগ্রাসন এবং মানবতার বিরুদ্ধে এই অপরাধ সকলে মনে রাখবে।
কিছুক্ষনের মধ্যেই আফ্রিদিকে পাল্টা জবাব দেন গম্ভীর। তীব্র কটাক্ষের সুরে তিনি টুইট করেন, একদম ঠিক কথা ‘বিনা প্ররোচনায় আগ্রাসন’, ‘মানবিকতার বিরুদ্ধে অপরাধ’ এই সমস্ত শব্দ ব্যবহারের জন্য ওর প্রশংসা করা উচিত। তবে ও হয়ত বলতে ভুলে গিয়েছে এই ধরনের অধিকাংশ অপরাধই হয় পাকিস্তান অধিকৃত কাশ্মীরে। কাশ্মীর প্রসঙ্গে আফ্রিদিকে যোগ্য জবাব দিয়েছেন গম্ভীর এমনটাই মনে করছেন নেটিজেনরা।