‘ভারতে সমকামিতা বৈধ’ -ঐতিহাসিক রায় দিলো সুপ্রিম কোর্ট
কলকাতা টাইমসঃ
দীর্ঘ আলোচনার পর এবার ভারতে বৈধতা পেল সমকামিতা। এই ইস্যুতে ঐতিহাসিক রায় প্রধান করেছে ভারতের সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ সমকামিতাকে বৈধ হিসেবে দেখার আদেশ দেন।
এর আগে ভারতে সমকামিতাকে অপরাধ বলেই গণ্য করা হত। ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা অনুযায়ী যদি একই লিঙ্গের মানুষ যৌন সম্পর্কে লিপ্ত হয়, তাহলে তাদের যাবজ্জীবন বা ১০ বছর পর্যন্ত জেল হতে পারে। সেই সঙ্গে জরিমানাও হতে পারে। কিন্তু শীর্ষ আদালত জানিয়ে দিল, ৩৭৭ ধারায় সমকামিতার অধিকার খর্ব করা অযৌক্তিক এবং অপ্রাসঙ্গিক।