সমকামীর ভিডিও ডিলিট করলো টিকটক
কলকাতা টাইমসঃ
মার্কিন সমকামী দম্পতি সুন্দাস মালিক ও অঞ্জলি চক্র। ইতিমধ্যেই নিজেদের বিভিন্ন ফটোশুটের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় প্রায়ই তাদের ছবি এবং ভিডিও পোস্টকরতে দেখা যায় সামাজিক মাধ্যমে। সম্প্রতি একটি টিকটক ভিডিও পোস্ট করেন তারা।
অঞ্জলির দাবি, টিকটক তাদের সেই ভিডিওটি মুছে ফেলেছে। টিকটককতৃপক্ষ জানাচ্ছে, এই ধরণের ভিডিও তাদের নীতি লঙ্ঘন করে। যে কারণে ভিডিওটি সরিয়ে দেয় তারা। এরপর সেই ভিডিওটি আবারো টুইটারে পোস্ট করে টিকটকের বিরুদ্ধে ক্ষোভউগরে দেন অঞ্জলি।