প্রকাশ্যে সমর্থকদের সঙ্গে ঝগড়ায় জড়ালেন জার্মান তারকা ওজিল
কলকাতা টাইমসঃ
লজ্জার বিদায় ঘটেছে। ঘটনাবহুল বুধবারে জার্মানি অপ্রত্যাশিতভাবে দক্ষিণ কোরিয়ার কাছে হার মানে ০-২ ব্যবধানে। ম্যাচের পরেই জার্মান তারকা মেসুত ওজিল ঝামেলায় জড়ালেন দেশের সমর্থকদের সঙ্গে। নিজেদের দেশের হারের পর মাঠেই মুষড়ে পড়েন জার্মান সমর্থকরা।
জোয়াকিম লো-র দলের ফুটবলারদের চোখে জল দেখেও ক্ষোভ কমেনি সমর্থকদের। আর্সেনালে সপ্তাহে ৩ লাখ ৫০ হাজার ইউরো বেতন পাওয়া ওজিলকে দেখে প্রকাশ্যেই ক্ষোভ দেখাতে থাকেন সমর্থকরা। ক্রুদ্ধ এক সমর্থক তো সরাসরি ওজিলের কাছে আসতে চাইছিলেন। তবে নিরাপত্তা কর্মীরা তাকে আটকে দেন। হঠাৎ ওজিলকে দেখা যায় সজোরে চিৎকার করে সেই সমর্থকদের গালিগালাজ করতে। সুইডেন ম্যাচে প্রথম একাদশে জায়গা করে নিতে পারেননি ওজিল। তবে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে শুরু থেকেই দলে ছিলেন।
ম্যাচে অবশ্য খুব একটা খারাপ খেলেননি তিনি। সাতটা গোলের সুযোগ তৈরি করেছিলেন। চলতি বিশ্বকাপের কোনও একটি ম্যাচে যা কোনও ফুটবলারের পক্ষে সর্বোচ্চ। তবে তাতেও সমর্থকদের রাগ কমেনি। তারা ভিলেন বলে উল্লেখ করেন তুর্কি বংশোদ্ভূত এই জার্মানকে।