নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোয় ভারত ছাড়ার নির্দেশ জার্মান ছাত্রকে
কলকাতা টাইমসঃ
নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করায় ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হলো এক জার্মান ছাত্রকে। জানা যাচ্ছে, জার্মানি থেকে আইআইটি চেন্নাইতে পড়তে এসেছিলেন জ্যাকব লিনডেনথাল। জার্মানির ড্রেসডেনের বাসিন্দা জ্যাকোব গত সপ্তাহে চেন্নাইয়ে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁর হাতেথাকা পোস্টারে লেখা ছিল ‘১৯৩৩-৪৫ এ আমরাও এই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি।’
এর পরেই জ্যাকোবকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। জ্যাকোব জানিয়েছেন, দূতাবাসের এক আধিকারিক তাকে জানিয়েছেন, কোন রাজনৈতিক কর্মকাণ্ডে কোন বিদেশি অংশ নিলে তা ভিসা আইনের বিরোধী। আগামী বছরের মে মাসে তার দেশে ফেরার কথা ছিল। এখনো তার একটি সেমিস্টারের পরীক্ষা বাকি রয়েছে। এক্ষেত্রে তাকে পড়াশোনা কমপ্লিট না করেই ফিরে যেতে হবে।