February 23, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

জার্মানি-স্পেন বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ, নিমেষে শেষ সমস্ত টিকিট 

[kodex_post_like_buttons]
নিউজ ডেস্কঃ
বিশ্বকাপকে সামনে রেখে আগামী মাসে স্পেনের বিপক্ষে অনুশীলন ম্যাচে নামবে জার্মান। আর এরই মধ্যে গুরুত্বপূর্ণ এই অনুশীলন ম্যাচের জন্য নির্ধারিত সব টিকিট শেষ হয়ে গেছে বলে জানিয়েছে জার্মান ফুটবল এসোসিয়েশন। ডিএফবির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৩ মার্চ ডাসেলডর্ফে অনুষ্ঠিতব্য ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য সর্বমোট ৫০,৬৫৩টি টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে।

উল্লেখ্য, স্পেনের বিপক্ষে ম্যাচের চারদিন পরেই বার্লিনের ঐতিহাসিক অলিম্পিক স্টেডিয়ামে ব্রাজিলের মুখোমুখি হবে স্বাগতিক জার্মান। ২০১৪ সালে ঘরের মাঠে স্বাগতিক ব্রাজিলকে সেমিফাইনালে ৭-১ গোলে বিধ্বস্ত করা জোয়াকিম লো’র জার্মানী ঐ ম্যাচের পরে এই প্রথমবারের মত সেলেসাওদের মুখোমুখি হচ্ছে।

Related Posts

Leave a Reply