January 20, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

জার্মানির জার্সি পরা ওজিলের ব্যানার খুলে ফেললো তুরস্ক!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ 

জাতীয় দলের হয়ে আর খেলবেন না, তার প্রতি অসম্মানের অভিযোগ তুলে গতকালই আন্তর্জাতিক ফুটবল থেকে সরে আসার কথা ঘোষণা করেন তিনি। হঠাৎ করে এমন ঘোষণা করে ফুটবল বিশ্বকে নাড়িয়ে দেন ৫ বারের জার্মান বর্ষসেরা ফুটবলার ও তুর্কি বংশোদ্ভূত মেসুত ওজিল। এই ঘটনায় কেউ কেউ তার সমালোচনাও করেছেন। তবে ২৯ বছর বয়সী ওজিলের এই সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছে তুরস্ক। সেই সাথে তার নামে নামকরণ করা একটি রাস্তায় জার্মান জার্সি পরা ওজিলের ব্যানার নামিয়ে সেখানে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে ওজিলের একটি ছবি লাগিয়ে দেওয়া হয়।

তুরস্কের উত্তর-পশ্চিমের দেভরেক শহরের প্রধান সড়কটি ওজিলের নামে নামকরণ করে তুরস্কের সরকার। সেখানে জার্মান জার্সি গায়ে ওজিলের একটি ছবি দিয়ে বিলবোর্ড স্থাপন করা হয়েছিল। কিন্তু জার্মান দল থেকে ওজিলের সরে দাঁড়ানোর পরপরই সেই ছবি সরিয়ে এরদোগানের সঙ্গে তোলা বিতর্কিত ছবিটি সেখানে টাঙ্গিয়ে দোয়া হয়েছে। বাবা-মায়ের জন্ম তুরস্কে হলেও ওজিলের জন্ম জার্মানিতে। তবে, শিকড় ভোলার পাত্র নন ওজিল। আবার জন্মভূমিকে পাশ কাটিয়ে অন্য কিছু করার চিন্তাও করেননি কোনো দিন। তাই ২০০৬ সালে তুরস্কের জাতীয় দলে ডাক পাওয়ার পরও জন্মভূমি ছেড়ে যাননি। খেলেছেন জার্মান জাতীয় দলের হয়ে।

২০১৪ সালে জার্মানির বিশ্বকাপ জয়ের পেছনে বড় অবদানও ছিল তার। অথচ রাশিয়া বিশ্বকাপের আগে তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইপ এরদোয়ানের আমন্ত্রণে তার সাথে দেখা করেন। এবং সেখানে প্রেসিডেন্টের সঙ্গে ছবিও তোলেন। যে কারণে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তাকে। মনে করা হচ্ছে সেই কারণেই শেষ পর্যন্ত জার্মান জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নেন ওজিল।

 

Related Posts

Leave a Reply