November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

কেঁপে উঠবেই বুক যখন দেখেবন স্টেশনে হেঁটে চলেছে ছায়ামূর্তি

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

কনজরে দেখলে চোখে নাও পড়তে পারে। কিন্তু, ভাল করে দেখলে অনেকেরই শিরদাঁড়া বেয়ে ঠাণ্ডা স্রোত বয়ে যেতে বাধ্য। স্টেশনের আলো সত্ত্বেও রেললাইনের উপর সুষ্পষ্ট হয়ে উঠেছে একটা ছায়ামূর্তি। যেন ট্রেন চলে আসার পরোয়া না করেই মোবাইলে কথা বলতে বলতে একমনে হেঁটে চলেছে লাইনের উপর দিয়ে।

ঘটনাটা ভারতের দুর্গাপুর স্টেশনের। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এটি। কোথাও দাবি করা হচ্ছে, অশরীরীর এই ছবি ধরা পড়েছে স্টেশনের সিসিটিভি ক্যামেরায়। কোথাও আবার বলা হচ্ছে, কারও মোবাইল ফোনে তোলা এই ছবি। যা বেশ কিছুদিন ধরেই ভাইরাল হয়ে উঠেছে নেটদুনিয়ায়। হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আসল সত্যিটা কী?

এই প্রশ্নই করা হয়েছিল আসানসোল ডিভিশনের পিআরও বিশ্বনাথ মুর্মুকে। জবাবে তিনি জানান, দুর্গাপুরের স্টেশন চত্বরে কোনও সিসিটিভিই নেই। তাই এমন ছবি ওঠার কোনও প্রশ্নই নেই। তাহলে কি এ ছবি কারও মোবাইলে উঠে এসেছে? এই সম্ভাবনা অবশ্য অনেকেই উড়িয়ে দিতে পারছেন না। তবে এও মনে করা হচ্ছে, ফটোশপের মাধ্যমে এমন কোনও ছবিকে এডিট করে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হচ্ছে।

অবশ্য যারা এই অশরীরীর মতবাদে বিশ্বাস করছেন তাদের মতে, ‘বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর’। আপনাদের কী মনে হচ্ছে? এমনটা কি আদৌ হতে পারে? মৃত্যুর পরও থাকতে পারে আত্মার অস্তিত্ব?

Related Posts

Leave a Reply