‘শুধু কাশ্মীর নয় গিলগিট-বালুচিস্তানও ভারতেরই অংশ’ – ব্রায়ান টোল
কলকাতা টাইমসঃ
কাশ্মীর প্রসঙ্গে হস্তক্ষেপ করবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে জাতিসংঘ। এরই মধ্যে পাকিস্তানকে ভয়ানক বেকায়দায় ফেলে দিলেন ইউরোপীয় কমিশনের এক প্রাক্তন কর্তা ব্রায়ান টোল। কাশ্মীর প্রসঙ্গে বলতে গিয়ে টোল বলেন, ‘সমগ্র পরিস্থিতি পর্যালোচনা করলে গিলগিট-বালুচিস্তান এর অবস্থানও আলোচনায় উঠে আসবে। তার মতে, ‘গিলগিট- বালুচিস্তান যে ভারতেরই অংশ, তা বলাই যায়।’ এবং সেখানেও যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সে বিষয়ে ‘ইসলামাবাদ চুপ’ বলেও জানান তিনি।
২০১৭ সালে গিলগিট-বালুচিস্তানকে দেশের পঞ্চম প্রদেশ হিসেবে ঘোষণা করে ইসলামাবাদ। সেই প্রস্তাবের নিন্দা করে ব্রিটেনের পার্লামেন্টে প্রস্তাবও পাশ করা হয়েছিল। যাতে ওই অঞ্চলকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করা হয়। এমনকি, ওই অঞ্চল দিয়ে যে অর্থনৈতিক করিডর চীন-পাকিস্তান তৈরি করছে, তাকেও অবৈধ আখ্যা দিয়েছিল ব্রিটেন।