৮ মাসে ৪০০ জন ‘বিদ্ধ’ করেছে তাকে, থানায় জানাল অন্তঃসত্ত্বা কিশোরীর
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
ভারতের মহারাষ্ট্রের বীড জেলার এক কিশোরী গত ছয় মাস ধরে ৪০০-র বেশি ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন। ১৬ বছরের ওই কিশোরীর আরও অভিযোগ পুলিশও তাকে নির্যাতন করে। ওই কিশোরী এখন দুই মাসের অন্তঃসত্ত্বা।
চলতি সপ্তাহে থানায় অভিযোগ দায়ের হওয়ার পর এ ঘটনায় তিনজনকে আটক করেছে রাজ্য পুলিশ। বীড জেলার পুলিশ সুপার রাজা রামা স্বামী জানিয়েছেন, ওই কিশোরীর ধর্ষণের অভিযোগের ভিত্তিতে শিশুবিবাহ ও ধর্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এক পুলিশকর্মীও ধর্ষণে অভিযুক্ত। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।
ওই কিশোরীর অভিযোগ, তার মা মারা যান বেশ কয়েক বছর আগে। আট মাস আগে তার বাবা বিয়ে দিয়ে দেন। শ্বশুরবাড়ির লোকেরা তাকে মারধর করে। খারাপ ব্যবহার করে। সেখান থেকে পালিয়ে বাবার কাছে ফিরে আসেন। কিন্তু বাবা আশ্রয় দেননি। তার পর বীড জেলার আম্বাজোগাই বাসস্ট্যান্ডে বাধ্য হয়ে ভিক্ষা চাওয়া শুরু হয় তার। এই সময় থেকে তার ওপর নির্যাতন শুরু হয়।
এক শিশু অধিকার রক্ষা কমিটিকে ওই কিশোরী জানান, বহু লোক তাকে নির্যাতন করেছে। থানায় বার বার অভিযোগ করতে গেলেও বিষয়টি আমলে নেয়নি পুলিশ।