হড়পা বানের জেরে ভেসে যেতে পারে হরিদ্বার, জারি অ্যালার্ট
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
হড়পা বাণের জেরে ঋষিকেশ থেকে হরিদ্বার ভেসে যেতে পারে বলে আশঙ্কা। উত্তরাখণ্ডে চমোলির জোশিমঠের কাছে ধৌলি গঙ্গায় ব্যাপক বাণ এসেছে। ফলে এইদুই এলাকা পর্যন্ত জারি হয়ে গিয়েছে সতর্কতা। ইতিমধ্যেই এই ভয়াবহ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত জানিয়েছেন, একটি চরম বিপর্যয় চামোলিতে ঘটে গিয়েছে। যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনডিআরএফ, পুলিশ কাজ করছে। এদিকে, হিমবাহে ফাটলের জেরে ভেঙেছে বাঁধ। ফলে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকা বানভাসী হওয়ার আশঙ্কায়। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর আর্জি কোনও গুঞ্জনে কান না দিয়ে সরকারি নির্দেশ মেনে যেন এগিয়ে যা এলাকাবাসীরা। এই মুহূর্তে ধৌলি গঙ্গার দুই পাড়ে যে সমস্ত গ্রাম রয়েছে সেখান থেকে গ্রামবাসীদের সরানোর কাজ করছেন এনডিআরএফএর কর্মীরা। ঘটনাস্থলে স্থানীয় পুলিশ পৌঁছেছে। পৌঁছেছেন পুলিশের আধিকারিকরা। সেনার চপার সহ উদ্ধারকারীদের আরও ৩ টি টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।