January 19, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

জীবিত না হয় চিতাভস্ম হয়েই চাঁদে যান! প্রতিকেজির ভাড়া ২৪ কোটি !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ভারতীয় মালিকানার এক আমেরিকান কোম্পানি চাঁদে মানুষের দেহ-ভস্ম বা মৃতদেহের ছাই নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। তবে প্রতি কেজি ভস্মের জন্য ভাড়া দিতে হবে ৩০ লক্ষ ডলার যা বাংলা টাকায় ১ ডলার সমান ৭৮.৪১ টাকা হারে ২৩ কোটি ৫২ লাখ ২১ হাজার ৬৭৬ টাকা প্রায়। মুন এক্সপ্রেস নামে এই প্রতিষ্ঠানটির আংশিক মালিক নভিন জৈন।

আমেরিকান গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন সম্প্রতি মুন এক্সপ্রেসের এক লাইসেন্স আবেদন অনুমোদন করেছে যাতে ২০১৭ সালের মধ্যে মহাকাশযান নিয়ে চাঁদে অবতরণের অনুমতি দেওয়া হয়েছে।

নিউ ইয়র্ক পোস্টের খবর বলা হয়েছে, মুন এক্সপ্রেস চাঁদে বাণিজ্যিক মালামাল পরিবহনের পরিকল্পনা করছে। এসব মালামালের মধ্যে রয়েছে মানুষের দেহ-ভস্ম।

নভিন জৈন জানান, প্রতি কিলো ৩০ লক্ষ মার্কিন ডলার হারে দেহ-ভস্মর ভাড়া গুনতে হবে।

নিউ ইয়র্ক পোস্ট বলছে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহ-ভস্মের ওজন হয় গড়ে দেড় থেকে আড়াই কিলোগ্রাম। সেই হিসেবে এই কোম্পানির আয় হবে ৫০ থেকে ৮০ লক্ষ ডলার।

জীবিত অবস্থায় যেতে না পারলেও দেহ-ভস্ম চাঁদে পাঠাতে আগ্রহী লোকের অভাব নেই। ইতোমধ্যেই বহু মানুষ তাদের কোম্পানির সাথে যোগযোগ করেছে বলে বলছেন নভিন জৈন।

Related Posts

Leave a Reply