স্ত্রীর জন্য গোল মিস !
কলকাতা টাইমসঃ
উয়েফা কাপের বাছাই পর্বে তাদের দ্বিতীয় জয় তুলে নেয় ফ্রান্স। শনিবার আলবেনিয়ার বিরুদ্ধে ৪-১ গোলে জেতে তারা। কিন্তু এই ম্যাচেই পেনাল্টি কিক মিস করেন ফরাসি তারকা গ্রিজম্যান। পেনাল্টি মিস করার কারণ হিসেবে অদ্ভুত এক যুক্তি দেন গ্রিজম্যান। হয়তো রসিকতা করেই। তিনি জানান, স্ত্রী ইরিকাই পেনাল্টি নষ্টের কারণ। আমার স্ত্রী ম্যাচটা দেখলে হয়ত পেনাল্টি মিস হত না।’ গ্রিজম্যান স্বীকার করে নেন পেনাল্টিতে তিনি সাবলীল নন।
শনিবার রাতে নিজেদের মাঠে ৮ মিনিটের মাথায় প্রথম গোলের সুযোগ পায় ফ্রান্স। গোলটি করেন কিংসলে কোমান। এরপর ২৭তম মিনিটে ব্যবধান বাড়ান ওলিভার জিরুদ। ৬৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন কোমান। ৮৫ মিনিটে অভিষেক ম্যাচেই গোল পান ইকোনে। খেলার একদম শেষ মুহূর্তে পেনাল্টি থেকে একটি গোল শোধ করে আলবেনিয়া।