দেবী লক্ষীর নামে নামকরণ করা হয়েছে জাপানের এক শহরের!
কলকাতা টাইমসঃ
জাপানের টোকিও শহরের পার্শ্ববর্তী ‘কিছিজই’ নামক শহরের নামকরণ করা হয়েছে বিষ্ণুর স্ত্রী দেবী লক্ষ্মীর নামানুসারে। রবিবার এমনই এক তথ্য জানিয়েছেন জাপানের কনস্যুলেট জেনারেল টাকাইউকি কিটাগাওয়া।
তিনি বলেন, আপনারা জেনে অবাক হবেন, টোকিও শহরের কাছে অবস্থিত একটি মন্দির লক্ষ্মী মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। জাপানি ভাষায় কিছিজই কথার অর্থ হল ‘লক্ষ্মী মন্দির’। জাপানের ঐতিহ্য ও সংস্কৃতিতে ভারতের প্রভাবের কথা উল্লেখ করে কিটাগাওয়া জানান, জাপান এবং ভারত আলাদা বলে অনেকেরই ধারণা। কিন্তু জাপানের বহু মন্দিরেই ভারতীয় দেবদেবীর পূজা করা হয়।
তিনি আরো জানান, জাপানি ভাষার বহু শব্দ ভারতীয় ভাষা থেকে অনুপ্রাণিত। জাপানি স্ক্রিপ্টে সংস্কৃত শব্দ থেকে গৃহীত বহু শব্দের নিদর্শন পাওয়া গেছে। উদাহরণ স্বরূপ, জাপানি খাবার সুশি তৈরি হয় ভাত এবং ভিনেগার দিয়ে। সুশি শব্দটার সঙ্গে সারি শব্দটার যোগ রয়েছে, যা সংস্কৃত শব্দ ‘জালি’ থেকে উদ্ভূত। জালি মানে ভাত বলে মন্তব্য করেন তিনি।