February 22, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

সাবধান : নদীর জলে বইছে ‌‌‘সোনার স্রোত’, কিন্তু….

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

মাজনের গভীর বনাঞ্চলের একটি অংশ থেকে ঠিকরে বেরচ্ছে সোনার আলোর ছটা। এমনই চিত্র উঠে এসেছে আমাজনের দক্ষিণ আমেরিকার পেরুর অংশে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) তোলা ওই রহস্যজনক ছবিতে দেখা যাচ্ছে, আমাজনের বড় বড় নদীগুলোর জলে বয়ে যাচ্ছে তরল সোনার স্রোত। জলের ধারার মতো। নদীগুলি যেন হয়ে উঠেছে ‘তরল সোনার নদী’!

ভূপৃষ্ঠের ৩৭০ কিলোমিটার উপরে পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণ করতে করতে সেই তাক লাগানো ছবি প্রকাশিত হয়েছে নাসার ‘আর্থ অবজারভেটরি’র ওয়েবসাইটে।

এর রহস্য নিয়ে নাসার আর্থ অবজারভেটরির তরফে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাস্টিন উইলকিনসন জানান, ওই জলের উপরে পড়ে সূর্যের আলো প্রতিফলিত হওয়ার জন্যই মহাকাশ স্টেশন থেকে তোলা ছবিতে মনে হচ্ছে যেন তরল সোনার স্রোত বয়ে যাচ্ছে পেরুর আমাজন বনাঞ্চলের ওই অংশের নদীগুলোতে।এদিকে উইলকিনসন জানান, পেরুর মাদ্রে দ্য দিয়স প্রদেশের ওই এলাকায় রয়েছে প্রচুর সোনার খনি। সেই খনিগুলো থেকে চোরাগোপ্তা সোনা তোলার কাজে জড়িত অন্তত ৩০ হাজার মানুষ। নদীর জলে থিতিয়ে পড়া জিনিসপত্রের মধ্যে খুঁজে খুঁজে স্বর্ণকণিকাগুলোকে আলাদা করতে গিয়ে পারদ ব্যবহার করছেন সোনা-চক্রীরা। তার ফলে নদীর জলগুলো বিষিয়ে যাচ্ছে। যা স্থানীয় মানুষের পক্ষে হয়ে উঠছে রীতিমতো বিপজ্জনক।

Related Posts

Leave a Reply