February 23, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

স্বর্ণ পদক জুটলো না ছাত্রীর, বোরখা পরে আসায় !  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

দুর্দান্ত রেজাল্ট করে কলেজে প্রথম হয়েছেন এক ছাত্রী। স্বর্ণপদক পাবেন। গর্বিত বাবা-মাও উপস্থিত। কিন্তু মঞ্চে ওঠার পর পুরস্কার না দিয়েই নামিয়ে দেওয়া হয় তাকে। অভিযোগ, তিনি ‘ড্রেস কোড’ মেনে পোশাক পরেননি। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, সমাবর্তনে প্রত্যেককে ‘ড্রেস কোড’ মেনে পোশাক পরে আসতে হবে, সে কথা আগেই জানানো হয়েছিল। তাই নাম ঘোষণা হওয়ার পরেও নিশাত যখন মঞ্চে ওঠেন, তাকে নামিয়ে দেওয়া হয়।

নিশাতের দাবি, তিনি সারা বছরই ইসলামের রীতি অনুযায়ী বোরখা পরে কলেজ আসেন। এ দিনও ড্রেস কোড মেনে সালোয়ার স্যুট পরলেও, তার উপরে বোরখা পরেছিলেন। কিন্তু এই সব যুক্তিতেও কাজ হয়নি শেষমেশ। মঞ্চে উঠে স্বর্ণপদক ও প্রশংসাপত্র হাতে নেওয়ার স্বপ্ন ভেঙে যায় নিশাতের।উল্লেখ্য, দিন কয়েক আগেই ফিরোজাবাদের এই কলেজে বোরখা নিষিদ্ধ করা হয়। প্রতিবাদে সরব মানুষেরা বলছেন, কলেজের সেরা ছাত্রীকে পুরস্কার না দেওয়াটা কখনোই সমর্থনযোগ্য নয়।

Related Posts

Leave a Reply