৭ সন্তানের জন্ম দিলেই ‘হিরো মাদার্স’ তকমা, সঙ্গে গোল্ড মেডেল !

কলকাতা টাইমসঃ
৭ জন সন্তানের জন্ম দিতে পারলেই মিলবে গোল্ড মেডেল। শুদু তাই নয় একই সঙ্গে জুটবে হিরো মাদার্সের তকমা। এশিয়ার বিভিন্ন দেশগুলো যেখানে জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে জেরবার, সেখানে বিশ্বের কিছু দেশ তাদের জনসংখ্যা বৃদ্ধির বিষয়ে অত্যন্ত উদগ্রীব। এমনই একটি দেশ কাজাখিস্তান।
এই এই দেশের জনসংখ্যা এতটাই কম যে তা বৃদ্ধির জন্য এখানকার সরকার নাগরিকদের আর্থিকভাবে নানান সহায়তা করে থাকে। কাজাখস্তানের কোনো জননী ৬টি সন্তানের জন্ম দিলেই তাদের রুপার পদক দেওয়া হয়। ৭ বা তার বেশি সন্তানের জন্ম দিলেই পাওয়া যায় স্বর্ণ পদক। পাশাপাশি পদক জেতা মা সহ সন্তানদের সারা জীবনের জন্য আর্থিক সহায়তা প্রদান করে সেদেশের সরকার। এমনকি যাদের চারটি সন্তান রয়েছে তাদের ২১ বছর বয়স পর্যন্ত মাসিক ভাতা দেওয়া হয়ে থাকে।