সোনাতেই জীবিত কবর ৫০ জনের
কলকাতা টাইমস :
গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে একটি সোনার খনি ধসে পড়ার ঘটনায় কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। কংগোর পূর্বাঞ্চলে একটি স্বর্ণের খনি ধসে পড়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর আল জাজিরার।
স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টায় কংগোর দক্ষিণাঞ্চলীয় কিভু প্রদেশের কামিতুগা শহরের অস্থায়ী অবৈধ খনি ধসে পড়ে। ভারী বৃষ্টিপাতের কারণে ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
প্রাদেশিক গভর্নর থিও নওয়াবিজে কাসি খনি ধসে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। নিহত ৫০ জনের অধিকাংশই ছিল তরুণ। এদিকে, কামিতুগা শহরের মেয়র আলেক্সান্দ্রে বুন্দিয়া বলেছেন, ‘খনি ধসে হতাহতের সঠিক সংখ্যা সম্পর্কে আমরা এখনও নিশ্চিত নই’।
প্রতি বছর এ ধরনের দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারাচ্ছে। গত বছরের অক্টোবরে একটি স্বর্ণের খনি ধসে পড়ার ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়। অপরদিকে, চলতি বছরের জুনে অবৈধভাবে আরও একটি খনিতে কাজ করার সময় আরও ৪৩ জন প্রাণ হারায়।