January 18, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular রোজনামচা

ট্রাফিক পুলিশের বাড়িতে সোনায় মোড়ানো টয়লেট

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
রাশিয়ায় ট্রাফিক পুলিশের এক আঞ্চলিক প্রধানের বাড়িতে অভিযান চালিয়ে দুর্নীতি দমন কর্মকর্তাদের চোখ ছানাবড়া হয়েছে।
দুর্নীতির অভিযোগে কিছু পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত নামে রুশ ইনভেস্টিগেটিভ কমিটি (এসকে)। উত্তর ককেশাস অঞ্চলের পুলিশ দুর্নীতি তদন্তে ৮০টির বেশি বাড়িতে তল্লাশি চালিয়েছে। এরমধ্যে তারা দেশটির দক্ষিণাঞ্চের স্টাভরোপল প্রদেশের ট্রাফিক বিভাগের প্রধান কর্নেল অ্যালেক্সই সাফোনভের বাড়িতেও তল্লাশি চালায়।
সেখানে প্রাসাদসম বাড়ি, বিলাসবহুল গাড়ি, দামি আসবাবপত্র, নগদ অর্থ, এমনকি সোনায় মোড়া টয়লেটও দেখতে পায় তদন্ত কমিটির সদস্যরা। পরে দুর্নীতির অভিযোগে কর্নেল সাফোনভ এবং ছয়জন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে অভিযোগ, ঘুষের বিনিময়ে ব্যবসায়ীদের কাছে ট্রাফিক পারমিট বিক্রি করতেন তারা। এই পারমিট ব্যবহার করে ব্যবসায়ীরা অবৈধভাবে বহন করা খাদ্য এবং নির্মাণসামগ্রী পুলিশের চেকপোস্টের ভেতর দিয়ে পার করতেন বলে এসকে কর্মকর্তারা অভিযোগ করছেন।
তবে তদন্ত কমিটির আনীত অভিযোগ প্রসঙ্গে অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা এখনো কোনো মন্তব্য জানায়নি। তবে বিচারে দোষী প্রমাণিত হলে কর্নেল সাফোনভের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।
‘এসকে’ হলো অনেকটা আমেরিকার এফবিআইয়ের আদলে গঠিত রাশিয়ান তদন্ত সংস্থা। এর কর্মকর্তারা বলছেন, সাফোনভ গ্যাংয়ের সদস্যরা গত কয়েক বছর ধরে ১৯ মিলিয়ন রুবলেরও বেশি অর্থ নিজেদের পকেটে ভরেছে।
ক্রেমলিনপন্থী দল ইউনাইটেড রাশিয়া পার্টির এমপি অ্যালেকজান্ডার খিনশটেইন জানান, অভিযানে ওই প্রদেশের ট্রাফিক বিভাগের মোট ৩৫ জন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।

Related Posts

Leave a Reply