কোয়ারেন্টাইন শেষ না করেই আর্জেন্টিনা পালালেন গঞ্জালো হিগুয়েন
কলকাতা টাইমসঃ
ইতালিয়ান সেন্টার-ব্যাক ড্যানিয়েল রুগানি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই কোয়ারেন্টাইনে রাখা হয় জুভেন্টাস দলের খেলোয়াড়দের। ইতিমধ্যেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তুরিন ছেড়ে পর্তুগালে গিয়ে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এবার কোয়ারেন্টাইন শেষ না করেই নিজের দেশে ফিরে গেলেন আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েন।
সিরি’আ স্থগিত হওয়ার পর থেকে তুরিনে হোম কোয়ারেন্টাইনে ছিলেন হিগুয়েন। সপ্তাহখানেক আগে সতীর্থ রুগানি করোনা আক্রান্ত হওয়ার পর দলের প্রত্যেক খেলোয়াড়ের কোভিড-১৯ পরীক্ষা করা হয়।যদিও পরীক্ষায় কিছু ধরা পড়েনি হিগুয়েনের। জানা গেছে বিমান চলাচল বন্ধ থাকায় একটি প্রাইভেট জেটে করে পরিবারের সদস্যদের নিয়ে দেশে পাড়ি দেন তিনি।