January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular

ছড়িয়ে-ছিটিয়ে থাকেন? ভালো-মন্দ তো জেনে নিন 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

লমারি থেকে একটা জামা নিতে গেলে আরো দশটা কাপড় মাটিতে পড়ে যায়। আর পড়ার টেবিলের দিকে তো তাকানোই যায় না। আপনিও কি এমন অগোছালো? এতে ভয় বা মন খারাপের কিছু নেই, বরং এমন পরিবেশ আপনার সৃজনশীলতাকে বাড়িয়ে তুলবে।

গোছানো ছিমছাম: গোছানো ছিমছাম ঘরদোর দেখলে কার না ভালো লাগে। বিশেষ করে প্রতিটি জিনিস জায়গামতো থাকলে খুঁজে পেতে কত সুবিধা হয়, তা সকলেই জানি। কিন্তু তা কি সবসময় সম্ভব?

মানসিক চাপ : বাইরে থেকে ক্লান্ত হয়ে এসে ঘরে ঢুকেই যদি দেখা যায় সবকিছু উলট-পালট হয়ে আছে, তাহলে মানুষের ভেতরেও এলোমেলো ভাব হয়। মানসিক চাপ আরো বেড়ে যায়। এতে জীবনযাত্রার মান কিছুটা নেমে যায় বৈকি!

সময় ও শক্তি : গোছানো পড়ার টেবিল বা গোছানো সবকিছুই নিঃসন্দেহে সময় বাঁচায়। জীবন কিছুটা হলেও সহজ করে। তবে গোছাতে কতটা সময় এবং শক্তি খরচ হয় সেকথা কিন্তু মানুষ প্রায়ই ভুলে যায়।

অগোছালো, তবে দক্ষকর্মী : অ্যামেরিকান এক গবেষণা থেকে মনোবিজ্ঞানীরা জানিয়েছেন, অনেক কর্মী অফিসের দরকারি কাগজপত্র টেবিলে এলোমেলোভাবে একটার ওপর আরেকটা রাখেন। এবং সবচেয়ে নতুনটা রেখে দেন সবার ওপরে। আর এভাবে যাঁরা রাখেন, তাঁরাই নাকি দক্ষকর্মী।

Related Posts

Leave a Reply