সারাদিন গুডলাক আপনাকে ধাওয়া করবে যদি বাড়ি থেকে বেরনোর আগে এই কাজগুলি করেন
কলকাতা টাইমস :
প্রাচীনকালে লেখা একাধিক বই অনুসারে এমন কিছু নিয়ম আছে, যা মেনে চললে নিজের ভাগ্যকে অনেকাংশেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। বিশেষত বডি থেকে যে কোন কাজে বেরোনোর আগে যদি নিয়মগুলি মেনে চলেন, তাহলে উপকার যে পাবেই পাবেন, সে কথা হলফ করে বলতে পারি।
হাত ধুয়ে নিতে ভুলবেন না যেন: এমনটা বিশ্বাস করা হয় যে বাড়ি থেকে বেরনোর আগে যদি হাতটা অল্প জলে ধুয়ে নেওয়া হয়, তাহলে যে কোনও কাজে সফলতা লাভের সম্ভাবনা যায় বেড়ে। সেই সঙ্গে কোনও ধরনের অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কাও আর থাকে না।
গুড়ের শক্তি: সারাটা দিন ভাগ্য আপনার সঙ্গ দিক, এমনমটা যদি চান নাকি? তাহলে প্রতিদিন বাড়ি থেকে বেরনোর আগে অল্প গুড় এবং এক গ্লাস জল খেয়ে বেরতে ভুলবেন না যেন! এমনটা করলে খারাপ সময় তো কেটে যাবেই, সেই সঙ্গে শারীরিক এবং মানসিক এনার্জি এত মাত্রায় বেড়ে যাবে যে চরম সফলতার স্বাদ পেতে দেখবেন বেশি দিন অপেক্ষা করতে হবে না।
গণেশ মন্ত্র: শাস্ত্র মতে গণেশ ঠাকুর হলেন সুখ-সমৃদ্ধির দেবতা। তাই তো দেবের অরাধনা করা শুরু করলে কর্মক্ষেত্রে উন্নতি লাভের সম্ভবনা যেমন বেড়ে যায়, তেমনি সর্বশক্তিমানের আশীর্বাদে অর্থনৈতিক উন্নতি ঘটতেও সময় লাগে না। তবে যদি চান খারাপ সময় কেটে গিয়ে ভাগ্য আপনার সহায় হয়ে উঠুক, তাহলে গণপতির অরাধনা করার পাশাপাশি আরেকটি নিয়ম মেনে চলতে হবে। তা হল বাড়ি থেকে বেরনোর আগে “ওম গন গাণপাতায়ে নমহঃ”, এই মন্ত্রটি মনে মনে উচ্চারণ করতে হবে এবং বেরনোর পর যে দিকে যেতে চান, সেদিকে না গিয়ে উল্টো দিকে চার পা গিয়ে পেছনে ফিরে নিজের গন্তব্যের দিকে রওনা হতে হবে।