মার্কিন সেনেটে গুগল সিইও সুন্দর পিচাই -এর সাফাই
কলকাতা টাইমসঃ
মার্কিন সেনেটে চলছিল গুগলের বিরুদ্ধে শুনানি। সেখানে বিচারপতির সামনে শান্ত গলায় বক্তব্য রাখেন গুগলের সিইও সুন্দর পিচাই। গুগলের রাজনৈতিক নিরপেক্ষতাকে সামনে রেখে একের পর এক অভিযোগ ধেয়ে আসছে। তবে সমস্ত অভিযোগই অস্বীকার করে গেলেন পিচাই। তিনি জানালেন, ‘গুগল বরাবর নিরপেক্ষ। কোনো রকম রাজনৈতিক পক্ষপাতিত্ব গুগল করেনি, করবেও না। এই সকল অভিযোগই যুক্তিহীন।’ গুগলের বিরুদ্ধে রিপাবলিকানদের অভিযোগ, ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মজা করে গুগল। তার বক্তব্য ও ছবিকে অযথা বিকৃত করা হয়। মার্কিন প্রেসিডেন্টের রাজনৈতিক ভাবমূর্তি এতে নষ্ট হচ্ছে বলে দাবি করা হয়।
পিচাই বলেন, ‘গুগল ডান-বাম রাজনীতি বোঝে না। বাস্তব পরিস্থিতিকে বিচার করে। সেই অনুযায়ী সার্চ অপশনে তথ্য সাজায়। এখানে কোনো ব্যক্তি বা রাজনৈতিক প্রেক্ষাপট গুরুত্ব পায় না। পাশাপাশি, সাম্প্রতিক ঘটনা, ব্যক্তির জনপ্রিয়তাকে গুগল গুরুত্ব দেয়। আসল খবর এবং তথ্যই মানুষকে দেওয়া গুগলের কাজ।’ গুগলের নিরপেক্ষতা নিয়ে পিচাইকে প্রশ্ন করেন মার্কিন হাউস জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান বব গুডল্যাটে। গুগল সিইও-কে গুডল্যাটে বলেন, গুগল যদি সার্চ ইঞ্জিনে তথ্য বিকৃত করে, সেটা খুবই খারাপ ব্যাপার। অনলাইনে তথ্য নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে বলে গুগলের সেটা করা উচিত নয়। অনলাইনে কোন কোন তথ্য তারা পাচ্ছেন না, সেটা জানার অধিকার আমেরিকানদের আছে।
পিচাইয়ের আইনজীবী পাল্টা জবাবে বলেন, ‘গুগল যুক্তরাষ্ট্র এবং সে দেশের মানুষকে সম্মান করে। তবে পৃথিবীর সব মানুষই গুগল সার্ফিং করেন। সেই দিকে নজর দিয়েই সবরকমের তথ্য, ছবি নিয়ে প্রত্যেকদিন হাজির হতে হয়। যে কোনো একজন ব্যক্তি বা দেশকে গুরুত্ব দেওয়া গুগলের কাজ নয়।’