কলকাতা টাইমস :
ট্রাম্পের পর এবার পালা পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের। গুগলে ‘ইডিয়ট’ লিখলেই ডোনাল্ড ট্রাম্পের ছবি আসে? এই বিতর্কের পর এবার গুগল পাক পিএমকে ভিকারী বানিয়ে দিল। ট্রাম্প বিতর্কের পর গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাইকে এবার ইমরান প্রসঙ্গে প্রশ্ন করছে পাকিস্তান। কারণ গুগলে ‘ভিখারি’ লিখলেই ভেসে উঠছে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি।
এবার পাকিস্তানের অ্যাসেম্বলিতে পিচাইকে এরকমই প্রশ্ন করা হবে। পাকিস্তানের পাঞ্জাব অ্যাসেম্বলিতে এরকমই একটি প্রস্তাবনা পাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, গুগলের প্রধান নির্বাহীকে ডেকে জিজ্ঞাসা করা হবে যে, কেন ‘ভিখারি’ লিখে গুগলে সার্চ করলেই পাক প্রধানমন্ত্রীর ছবি আসছে।