ছাড়াই পেলেন গীতিকা ‘অভিযুক্ত’ গোপাল কাণ্ডা
কলকাতা টাইমস :
বিমানসেবিকাকে আত্মহত্যার প্ররোচনার বিতর্কিত মামলায় বেকসুর ছেড়ে দেওয়া হল হরিয়ানার সেই বিতর্কিত বিধায়ক গোপাল কাণ্ডাকে। ২০১২ সালের ওই মামলায় গোপালকে মুক্তি দিয়েছে দিল্লির আদালত। বিচারক বিকাশ ধুল রায় দিয়েছেন, গোপাল কাণ্ডার বিরুদ্ধে কোনও অভিযোগই প্রমাণিত হয়নি। তাই গোপাল এবং ওই মামলাতেই ধৃত আরও এক অভিযুক্ত অরুণা চাড্ডাকে বেকসুর খালাস করা হচ্ছে।
প্রাক্তন বিমানসেবিকা গীতিকা শর্মার আত্মহত্যায় হরিয়ানার প্রাক্তন মন্ত্রী গোপাল গয়াল কাণ্ডার প্ররোচনা ছিল বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল দিল্লি পুলিশ। গোপাল কাণ্ডার মালিকানাধীন এমডিএলআর এয়ারলাইন্সে বিমানসেবিকার কাজ করতেন গীতিকা শর্মা। ওই চাকরি ছেড়ে তিনি অন্য এয়ারলাইন্সে যোগ দিতে চাইলে কাণ্ডা বাধা দেন বলে অভিযোগ। এমডিএলআর ছাড়া গীতিকা অন্য কোথাও কাজ করতে পারবেন না বলে কাণ্ডা তাঁর উপর মানসিক নির্যাতন করেন বলে নিজেরই সুইসাইড নোটে দাবি করে গিয়েছেন গীতিকা। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন এমডিএলআর-এর আর এক কর্মচারী অরুণা চাড্ডার বিরুদ্ধেও।