পুজোর এদিন বন্ধ সরকারি হাসপাতালের আউটডোর, কারণ ….
এদিকে রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি ধীরে ধীরে ভয়ানক হতে থাকায় বিষয়টি নিয়ে আলাদা সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। এবার রাজ্যের সমস্ত সরকারি চিকিৎসক ও অন্যান্য আধিকারিকরা আগাম অনুমতি ছাড়া পুজোতে ছুটি নিয়ে কর্মস্থল ছেড়ে অন্যত্র যেতে পারবেন না বলে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের দুই স্বাস্থ্য অধিকর্তা নির্দেশিকার মাধ্যমে এই খবর জানিয়েছেন। তবে শুধু সরকারি হাসপাতাল কিংবা মেডিকেল কলেজগুলিই নয়, পুজোর সময় চিকিৎসা পরিষেবা কেমন থাকবে, তা নিয়ে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে শহরের বেশ কয়েকটি বড় বেসরকারি হাসপাতাল। এর মধ্যে অ্যাপোলো জানিয়েছে, পুজোর দিনগুলিতে তাদের ইমার্জেন্সি ২৪ ঘণ্টা চালু থাকবে। ইমার্জেন্সি নম্বর ১০৬৬। হাসপাতালের নম্বর ০৩৩৪৪২০২১২২।
অন্যদিকে, মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল জানিয়েছে, পুজোর মধ্যে সবসময়ই সেখানে ভর্তির ব্যবস্থা চালু থাকছে। আউটডোর বা ইমার্জেন্সিতে যখন খুশি যে কোনও প্রয়োজনে যেতে পারবেন রোগীরা। হাসপাতালের নম্বর ০৩৩৬৬৫২০০০০। ডিসান হাসপাতালের তরফে জানানো হয়েছে, পুজোর দিনগুলিতে দুপুর পর্যন্ত তাদের ওখানে আউটডোর পরিষেবা চালু থাকবে। জরুরি প্রয়োজন হলে করা যাবে ফোনও। হাসপাতালের নম্বর ৯০৫১৭১৫০৭১।