November 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

জিএসটি এবার পিএমএলএ-র আওতায়, কেন্দ্রের নয়া ঘোষণা  

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
বার জিএসটিকে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট অথবা পিএমএলএ-এর আওতায় নিয়ে এল কেন্দ্র সরকার। গত ৭ জুলাই একটি বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়েছে। ২০০৬ সালের পূর্ববর্তী বিজ্ঞপ্তি সংশোধন করে ওই নতুন বিজ্ঞপ্তিটি জারি করেছে অর্থমন্ত্রক। তাতে বলা হয়েছে, এই সংশোধনের ফলে জিএসটি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং অন্যান্য তদন্তকারী সংস্থাগুলির মধ্যে তথ্য আদান প্রদান করতে সুবিধা হবে৷

গত বছর নভেম্বরে কেন্দ্র সরকার ভারতের প্রতিযোগিতা কমিশন, জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএ, রাজ্য পুলিশ, বিদেশ মন্ত্রক-সহ মোট ১৫টি সংস্থাকে এই তালিকায় যুক্ত করেছে। এই সংস্থাগুলি এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একে অপরের সঙ্গে প্রয়োজনীয় তথ্য আদান প্রদান করতে পারবে। একইসঙ্গে এখন জিএসটি সংক্রান্ত কোনও মামলার তদন্তও করতে পারবে ইডি।

Related Posts

Leave a Reply