‘রাস্তা’ বলে জমালয়ে পৌঁছে দিল জিপিএস, জন্মদিনের রাতে গাড়ি নিয়ে নদীতে ডুবে মৃত ২ চিকিৎসক
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
পথ চিনতে যাতে ভুল না হয়, তার জন্য জিপিএস লোকেশন অন করেছিলেন চিকিৎসক অদ্বৈত। কিন্তু সেই গুগল ম্যাপই যে তাঁকে এমন ভুল পথ দেখাবে তা কে জানত! জিপিএস দেখিয়েছিল, সোজা যেতে হবে, তবে সেই রাস্তায় জল জমে আছে। বেশি কিছু না ভেবে সেই পথেই হন্ডা সিভিক নিয়ে এগিয়ে গিয়েছিলেন অদ্বৈত। তিনি জানতেন না, গুগল ম্যাপ যাকে ‘জল জমা রাস্তা’ বলছে, তা আসলে আস্ত নদী! মধ্যরাতে না বুঝে গাড়ি নিয়ে সেই জলের মধ্যেই সটান গাড়ি চালিয়ে দেন তিনি। জলে ডুবে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে অদ্বৈত এবং তাঁর এক সহকর্মী চিকিৎসকের।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কেরলের এর্নাকুলাম জেলায়। রবিবার রাত ১২.৩০ নাগাদ গোথুরুথের অচেনা রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন চিকিৎসক অদ্বৈত। সঙ্গে ছিলেন তাঁর সহকর্মী আজমল আসিফ এবং আরও ৩ জন। শনিবার ছিল অদ্বৈতর ২৯ বছরের জন্মদিন। ৫ চিকিৎসক বন্ধু মিলে সেদিন কেনাকাটা করার জন্য গিয়েছিলেন কোচিতে। সেখান থেকে কোদুনগাল্লুর ফেরার সময় ইতিমধ্যেই বেশ রাত হয়ে গিয়েছিল। তার মধ্যে প্রচণ্ড বৃষ্টিতে রাস্তা একেবারে দেখা যাচ্ছিল না।