দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের দায়িত্ব তুলে দেওয়া হলো গ্রায়েম স্মিথকে
কলকাতা টাইমসঃ
দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের দায়িত্ব তুলে দেওয়া হলো গ্রায়েম স্মিথকে। ইংল্যান্ড বিশ্বকাপে ব্যর্থতার পর দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডকে ঢেলে সাজাতে বড় ধরনের রদ বদল করা হয়। কোচ হিসেবে নিযুক্ত হন মার্ক বাউচার। স্মিথকে আগামী ২ বছরের জন্য দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত দায়িত্ব পালন করবেন স্মিথ।
গত জানুয়ারিতে সাউথ আফ্রিকার অধিনায়ক করা হয় উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টিন ডি কককে। কিন্তু এখনই অধিনায়কত্বের দায়িত্ব নিতে রাজি নন তিনি। সুতরাং, নতুন অধিনায়ক খোঁজাই এখন স্মিথের প্রাথমিক কাজ।