ক্রমশ আরও ভয়ংকর হয়ে উঠছে গুয়েতেমালার আগ্নেয়গিরি ! মৃত বেড়ে ১০৯
নিউজ ডেস্কঃ
ভয়ঙ্কর রূপ নিয়েছে গুয়াতেমালার ফুয়েগো আগ্নেয়গিরি।এখনো পর্যন্ত অগ্নুৎপাতের ফলে নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১০৯ জন হয়েছে। নিখোঁজ রয়েছে অন্তত ১৯৭ জন মানুষ। এদিকে, আগ্নেয়গিরি থেকে উৎপন্ন দাহ্য বস্তুর তীব্র উপস্থিতি ও খারাপ আবহাওয়াজনিত কারণে উদ্ধারকাজ স্থগিত রেখেছে প্রশাসন। জানা গেছে, বুধবার ফুয়েগো আগ্নেয়গিরি থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেখান থেকে অনবরত গলিত পদার্থ ও ছাই ভস্ম নির্গত হওয়ায় নতুন করে অগ্ন্যুৎপাতের আশংকা দেখা দেয়।
এই ব্যাপারে পুলিশ বাহিনীর এক মুখপাত্র পাবলো কাস্তিলো বলেন, গতকাল ওই অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হয়েছে। মাটির অবস্থা স্থিতিশীল নয়। প্রসঙ্গত, ভলকান দে ফুয়েগো আগ্নেয়গিরি গুয়েতেমালার দক্ষিণাঞ্চলে অবস্থিত।