নিজের রেকর্ড ভাঙার পথে মোদি, গুজরাতে ক্রমে তলানিতে কংগ্রেস
কলকাতা টাইমস :
গুজরাতে বিজেপির আড়াই দশকের শাসনে দলের নির্বাচনী সাফল্যের সার্টিফিকেটটি ছিল নরেন্দ্র মোদীর দখলে। এবারের ফলাফলের প্রাথমিক প্রবণতা বজায় থাকলে প্রধানমন্ত্রী এবার নিজের রেকর্ড ভেঙে জয়ের নয়া মাইলফলক ছুঁতে চলেছেন গুজরাতে।
এবারের ভোটে প্রধানমন্ত্রীই ছিলেন বিজেপির একমাত্র মুখ এবং ভরসা। আর বিগত ২৭ বছরে শাসনে সেরা সাফল্যটিও এসেছিল নরেন্দ্র মোদীর (Gujarat Election Result 2022) হাত ধরে। ২০০২-এ তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পদ্ম শিবিরের ঝুলিতে আসে ১২৭ আসন।
গুজরাত দাঙ্গার পর অনুষ্ঠিত সেই ভোটের ফলই এযাবৎ বিজেপির সেরা সাফল্য। এবার ভোট ফেরত সমীক্ষায় বলা হয়, বিজেপি ১৩০টির বেশি আসন পেতে পারে। এখন প্রাথমিক ফলাফল বলছে, প্রধানমন্ত্রীর দল এগিয়ে ১৪৫টি আসনে। শেষ পর্যন্ত বিজেপি ১৪৯টি আসন পেয়ে গেলে গুজরাত বিধানসভার সেরা সাফল্যের নজিরও চলে আসবে পদ্ম শিবিরের হাতে।