আগামী বছর আইপিএলে নতুন দল ‘গুজরাট’
কলকাতা টাইমসঃ
শোনা যাচ্ছে, আগামী বছর অর্থাৎ ২০২১ এর আইপিএলে ৮টি দলের জায়গায় অংশ নিতে চলেছে মোট ৯টি দল। মোতেরাকে হোমগ্রাউন্ড করে গুজরাট থেকে যুক্ত হবে নতুন ফ্র্যাঞ্চাইজি। প্রসঙ্গত, ২০১৬ এবং ১৭ সালে চেন্নাই এবং রাজস্থান নির্বাসিত থাকাকালীন গুজরাট লায়ন্স ও রাইজিং পুনে নামে দুটি দল আইপিএলে অংশ নিয়েছিলো।
সূত্রের খবর, আগামী পাঁচ মাসের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে পরবর্তী আইপিএলের আসর। ২০২১ এর এপ্রিল-মে মাসেই ১৪ তম আইপিএলের পরিকল্পনায় আপাতত মগ্ন বিসিসিআই। প্রসঙ্গত, করোনার কারণে পিছিয়ে দেওয়া হয়েছিলো এবারের আইপিএল। শেষপর্যন্ত, দর্শকশূন্য স্টেডিয়ামে সুদূর আরবে ১৩ তম আইপিএলের আসর বসে।