টেক্সাসের ওয়ালমার্ট শপিং মলে বন্দুকবাজের হামলা, নিহত ১৭
কলকাতা টাইমসঃ
টেক্সাসের ওয়ালমার্ট শপিং মলে বন্দুকবাজের হামলা। কমপক্ষে ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এছাড়াও আহত হয়েছেন বহু মানুষ। এই ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার দিনের ব্যস্ত সময়ে, স্থানীয় সময় বেলা ১১টা নাগাদ হঠাৎই সেখানে হামলা চালায় কিছু বন্দুকবাজ। ঘটনার পর এক টুইট বার্তায় টেক্সাস পুলিশ জানায়, সেখানকার ওয়ালমার্ট সুপার শপিং মলে হামলা চালিয়েছে একাধিক বন্দুকধারী। নিরাপত্তার স্বার্থে এলাকাটি ঘিরে রাখা হয়েছে।