January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

নাইজেরিয়ায় চার্চে হামলা চালিয়ে দুই ধর্মযাজক সহ ১৯ জনকে হত্যা করলো বন্দুকধারীরা  

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

নাইজেরিয়ায় একটি চার্চে হামলা চালালো বন্দুকধারীরা। এই হামলায় দুই ধর্মযাজক সহ ১৯ জন নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে। পুলিশ জানিয়েছে, নাইজেরিয়ার বেনু প্রদেশের মিডল বেল্টের এমবালোম গ্রামে সেন্ট ইগনাটিয়াস চার্চে প্রার্থনারতদের ওপর এই হামলা চালানো হয়। হামলাকারীরা যাযাবর ফুলানি রাখাল গোষ্ঠীর ছদ্মবেশে এই হামলা চালায়। সেই সময় তারা প্রায় ৫০টি ঘরও পুড়িয়ে দেয় বলে খবর। মঙ্গলবারের ওই হামলার কয়েকদিন আগে বন্দুকধারীরা মিডল বেল্ট এলাকার ১০ জন বাসিন্দাকেও হত্যা করেছে।

এদিকে, স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ২০১৩ সাল থেকে ফুলানি গোষ্ঠী ও সংখ্যাগরিষ্ঠ কৃষক শ্রেণির খ্রিস্টানদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে। এর আগে এক প্রাণঘাতী হামলা চালিয়ে কৃষকদের ওই এলাকা ছাড়া করে ফুলানিরা। প্রসঙ্গত, নাইজেরিয়ায় চলতি বছরের জানুয়ারিতে রাখাল গোষ্ঠী ও কৃষক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৭২ জন নিহত হন।

 

Related Posts

Leave a Reply