অবিলম্বে পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার দাবি জানালো হাফিজ সাঈদ
নিউজ ডেস্কঃ
ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে ভারত-পাকিস্তান সম্পর্ক। আর তারই জের ধরে এবার ভারতকে হুমকি দিলেন জামাত-উদ-দাবা প্রধান হাফিজ সাঈদ। পাকিস্তান সরকারকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার দাবি জানিয়েছে তিনি। প্রসঙ্গত, রবিবার জম্মু-কাশ্মীরে ১৩ জন জঙ্গিকে হত্যা করা হয়।
উল্লেখ্য, হাফিজ সাঈদের ওপর আমেরিকা ১০ মিলিয়ন মার্কিন ডলারের পুরস্কার ঘোষণা করেছে। এদিকে, পাকিস্তানে আগামী নির্বাচনে দাঁড়াতে পারেন হাফিজ সাঈদ। গত বছরই পাকিস্তানে ভোটে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিল মুম্বাই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সাঈদ। জামাত-উদ-দাবার প্রধান হাফিজ জানিয়েছিল, পরবর্তী বছরে ২০১৮ সালে পাকিস্তানে হতে চলা অ্যাসেম্বলি ইলেকশনে সে লড়বে। যদিও জামাত-উদ-দাবাকে সন্ত্রাসবাদি গোষ্ঠী হিসেবে আগেই ঘোষণা করেছে আমেরিকা।