November 12, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

জানতে চুলে কন্ডিশনার কতটা রেডিওঅ্যাকটিভ ?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

৯০০ সালের ক্রিসমাসের দিনে সর্বপ্রথম আন্তর্জাতিক ফোন কল করা হয়। জন ডাব্লিউ অ্যাটকিনস কিউবায় পরীক্ষামূলকভাবে ফোন করে দেখেন যে টেলিগ্রাফ লাইন দিয়ে ভয়েস আদান-প্রদান করা যায় কি না। দীর্ঘ বিরতির পর কিউবা থেকে ভেসে আসে, ‘আমি আপনার কথা বুঝতে পারছি না।’

♦    জারবোয়া নামে ক্যাঙ্গারুর মতো দেখতে এক ধরনের ইঁদুর আছে, যেটি লম্বা পা, লম্বা কান এবং লম্বা লেজবিশিষ্ট।

♦    চুলে কন্ডিশনার ব্যবহার করেছেন এমন কেউ যদি পারমাণবিক বোমা হামলার মধ্যে পড়েন, তবে তিনি অন্যদের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। কারণ কন্ডিশনার রেডিওঅ্যাকটিভ পদার্থকে আকর্ষণ করে।

Related Posts

Leave a Reply