২২২ বছর পর আবারও বাতিল হবে ‘হজ’
কলকাতা টাইমসঃ
বিশ্বের অন্যান্য দেশগুলোর মতোই করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে সৌদি আরবে। এখনো পর্যন্ত সেদেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৮৮৫ জন। মৃত্যু হয়েছে ২১ জন মানুষের। গত ২৪ ঘণ্টায় সৌদিতে নতুন করে ১৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর।
ইতিমধ্যেই সেদেশের মক্কা, মদিনা ও রাজধানী রিয়াদ সহ আরও অন্তত ৬ টি বড় শহরে কঠোর ভাবে যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে এই বছর পবিত্র হজ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে হজ বাতিলের ঘটনা আগেও ঘটেছে। প্রায় ২২২ বছর আগে ১৭৯৮ সালে একবার হজ বাতিল করা হয়েছিল।