২৬ বছর পর গ্রেফতার মুম্বাই ব্লাস্টের অন্যতম কারিগর মুনাফ হালারি
কলকাতা টাইমসঃ
দীর্ঘ ২৬ বছর পর গুজরাট পুলিশের হাতে ধরা পড়লো টাইগার মেননের অন্যতম সহযোগী তথা মুম্বাই ব্লাস্টের অন্যতম কারিগর মুনাফ হালারি। রবিবার রাতে মুম্বাই এয়ারপোর্ট হয়ে দুবাই যাওয়ার পথে গ্রেফতার করা হয় এই জঙ্গি নেতাকে। টাইগার মেননের সঙ্গে গভীর যোগাযোগ ছিল মুনাফ হালারির। তিনি পাকিস্তানি নাগরিক পরিচয়ে কেনিয়ার নাইরোবিতে গিয়ে বসবাস করতেন। গুজরাটের উপকূল দিয়ে ভারতে বিস্ফোরক ও হেরোইন পাচারের পরিকল্পনা ছিল এই জঙ্গির।
মুম্বাই পুলিশের দাবি, ১৯৯৩ সালে মুম্বাইয়ের সিরিয়াল ব্লাস্টের ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মুনাফ হালারি। বিস্ফোরক বোঝাই তিনটি স্কুটার মুম্বাইয়ের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে রেখে বিস্ফোরণ ঘটায় সে। হামলার পর প্রথমে বেরিলিতে পালিয়েযায় হালারি। সেখান থেকে ব্যাংকক। এরপর পাকিস্তানি পাসপোর্ট হাতে তার নতুন পরিচয় হয় মুহাম্মদ আনোয়ার নামে।
জানা গেছে, ১৯৯৩ সালে হামলার পর পাকিস্তানি পাসপোর্ট নিয়ে আরও দু’বার ভারতে ঢুকেছেন মুনাফ হালারি। শেষবার ২০১৪ সালে তিনি মুম্বাইঘুরে যায়। এবার আর শেষরক্ষা হলো না। ১৯৯৩ সালের ১২ মার্চ সেই ভয়াবহ সিরিয়াল ব্লাস্টের ঘটনায় ২৫৭ জন মানুষ প্রাণ হারায়, আহত হন ৭১৩ জন।