November 14, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা শিল্প ও সাহিত্য

আর্ট গ্যালারির সংগ্রহে থাকা অর্ধেক ছবিই নকল !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

দক্ষিণ ফ্রান্সের একটি আর্ট গ্যালারি কর্তৃপক্ষ সম্প্রতি জানতে পেরেছে, তাদের সংগৃহীত চিত্রকর্মের অর্ধেকই নকল। শিল্পী এটিয়েন টেরাসকে উৎসর্গ করা রাষ্ট্রীয় মালিকানাধীন সেই গ্যালারি কর্তৃপক্ষ গত ২০ বছরে এক লাখ ৬০ হাজার ইউরো খরচ করে এই সব নকল ছবি সংগ্রহ করেছে। কয়েক মাস আগে সেখানকার বিভিন্ন চিত্রকর্ম নিয়ে প্রথম প্রশ্ন তোলেন শিল্প সমালোচক এরিক ফরকাডা।

বিশেষজ্ঞদের একটি কমিটি নিশ্চিত করেছে, ৮২টি চিত্রকর্মের ৪০টিই ওই শিল্পী আঁকেননি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করছে পুলিশ। শুধু ওই আর্ট গ্যালারিই নয়, অন্য বড় বড় আর্ট গ্যালারিগুলোর সংগৃহীত চিত্রকর্ম নিয়েও প্রশ্ন উঠেছে। ধারনা করা হচ্ছে, এসব গ্যালারির চিত্রকর্মগুলির ২০ ভাগই নকল। এদিকে টেরাস জাদুঘর নতুন করে সাজাতে সম্প্রতি ৩ লাখ ইউরো বিনিয়োগ করেছে মিউনিসিপাল কাউন্সিল।

 

Related Posts

Leave a Reply