বিশ্বের অর্ধেক মহিলাই মানসিক ভাবে বহুগামী

কলকাতা টাইমসঃ
গবেষণায় বলছে বিশ্বের অর্ধেক মহিলাই মানসিক ভাবে বহুগামী। সমীক্ষায় দেখা গেছে, ৫০ শতাংশ মহিলার মনেই থাকে বিকল্প কোনো পুরুষ। বর্তমান সঙ্গীর সঙ্গে কোনও কারণে বিচ্ছেদ হলে সেই বিকল্প পুরুষের সঙ্গে সম্পর্কে জড়াতে চান তারা। এক্ষেত্রে অবিবাহিতদের থেকে অনেকটাই বেশি এগিয়ে বিবাহিত মহিলারা।
বিকল্প পুরুষ হিসেবে নারীরা সাধারণত পুরনো বন্ধু, প্রাক্তন প্রেমিক, অফিসের সহকর্মীর কথা ভাবেন। অবিবাহিত মহিলারা প্রেমে এতটাই মগ্ন থাকেন যে অধিকাংশরাই দ্বিতীয় পুরুষের ভাবার সময় পান না। কিন্তু কিছু সংখক তরুণী জানিয়েছেন, তারা বিকল্পের জন্য তৈরিই থাকেন।
এক হাজার মহিলার ওপর এই সমীক্ষা চালানো হয়েছে।