হাতেই লেখা আছে বিদেশ যাবেন কিনা ,কিভাবে বুঝবেন? – KolkataTimes
May 24, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ধর্ম

হাতেই লেখা আছে বিদেশ যাবেন কিনা ,কিভাবে বুঝবেন?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

বিদেশ যাওয়ার ইচ্ছে আমাদের সবার মনেই রয়েছে। নতুন-নতুন দেশ, নতুন দেশের প্রকৃতি-সংস্কৃতি, নতুন ধরনের মানুষের সঙ্গে পরিচিত হতে কার না ভালো লাগে? কিন্তু ইচ্ছে থাকলেও সবারই কি বিদেশ যাওয়ার সুযোগ জোটে? কারও সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরেও শেষ মুহূর্তে এসে বিদেশ-যাত্রার সুযোগ হাতছাড়া হয়ে যায়। আবার কারও ভাগ্যে হঠাত্‍ করেই হাতে এসে যায় বিদেশ যাওয়ার টিকিট।

জানেন কি, এ সবের সঙ্গেই প্রত্যক্ষ যোগ রয়েছে আমাদের হস্তরেখা। হাতের রেখাই বলে দেয়, কে বিদেশ যেতে পারবেন, কে পারবেন না। কেউ পছন্দ করেন ছুটিতে নানা দেশ ঘুরে বেড়াতে। আবার কেউ চান, অন্য কোনও দেশে থিতু হতে। আপনার ভাগ্যে এর মধ্যে কোনও শিকে ছিঁড়বে কি? জেনে নিন হাতের রেখা দেখে।

বিদেশ-যাত্রার বিষয়ে জানতে হলে আপনার হাতের মাউন্ট অফ মুনে মনোনিবেশ করুন। কনিষ্ঠ আঙুলের নিচে অংশটাই হল হাতের মাউন্ট অফ মুন। এর ঠিক ওপর দিয়ে যায় হৃদয় রেখা। মাউন্ট অফ মুন আমাদের কল্পনা শক্তি ও মনের জোরকেও প্রতিফলিত করে। যার হাতে মাউন্ট অফ মুন যত স্পষ্ট ভাবে অবস্থান করছে, তার বিদেশ যাত্রার সম্ভাবনা তত প্রবল। শুধু বিদেশ যাত্রাই নয়, হাতে শক্তিশালী মাউন্ট অফ মুন থাকলে, সেই ব্যক্তির মনের বেশিরভাগ ইচ্ছেই পূরণ হবে।

আয়ুরেখা থেকে কোনও লাইন যদি মাউন্ট অফ মুনের দিকে যায়, তাহলে বুঝতে হবে যে ওই ব্যক্তি বিদেশে স্থায়ী ভাবে বসবাস করবেন। মাউন্ট অফ মুনের পাশ দিয়ে ছোট ছোট রেখা বেরিয়ে থাকলে তা ওই ব্যক্তির ঘন ঘন বিদেশ সফরে ইঙ্গিত দেয়। মাউন্ট অফ মুন থেকে রেখা বেরিয়ে মাউন্ট অফ জুপিটারে গিয়ে মিশলে বোঝা যায় ওই ব্যক্তির বিদেশ সফর অত্যন্ত ফলপ্রসু হবে এবং ভিন-দেশে তিনি প্রচুর সুনাম অর্জন করবেন।

Related Posts

Leave a Reply