ইতিহাসের হ্যান্ডশেক !
কলকাতা টাইমসঃ
হাতে হাত মিলিয়ে ইতিহাস রচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। মঙ্গলবার সকালে দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুরের ক্যাপেলো হোটেলে মুখোমুখি হয়ে ইতিহাস রচনা করেন এই দুই নেতা।
ঐতিহাসিক বৈঠকের শুরুতেই করমর্দন করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। কয়েক সেকেন্ডের করমর্দন শেষে কিম জং উনের ডান কাঁধ স্পর্শ করেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্পের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, জন বোল্টন ও জন কেলিকে দেখা যায়।